সাত দিনে করোনামুক্ত সোনু
বলিউড অভিনেতা সোনু সুদ বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্ত হলেন। মাত্র সাত দিনে সুস্থ হয়েছেন তিনি। খবরটি সামাজিক মাধ্যমে এই তারকা নিজেই জানিয়েছেন।
ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন সোনু সুদ। সেখানে দেখা যাচ্ছে মাস্ক পরে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘কোভিড-১৯ নেগেটিভ।’
গত ১৭ এপ্রিল সোনু সুদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেদিনই সামাজিক মাধ্যমে কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছিলেন এই অভিনেতা। খুব অল্প সময়ের মধ্যেই করোনা জয় করেছেন সোনু সুদ।
জানা যায়, চিকিৎসকের পরামর্শ মতো চলেই সম্পূর্ণ সুস্থ তিনি। এ ক্ষেত্রে বিশেষ কাজ করেছে অভিনেতার নিয়মানুবর্তিতা এবং ফিট থাকার অভ্যাস।
এস