আর্কাইভ থেকে জাতীয়

এবারও ঈদের জামায়াত হবে মসজিদে

ঈদগাহে নয়, এবারও ঈদের জামায়াত হবে মসজিদে। জানিয়েছে ধর্মমন্ত্রণালয়।

ধর্মমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী শরীয়তে ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের নামাজ পড়ার বিধান রয়েছে। তবে চলমান করোনার কারণে ঈদগাহের পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একাধিক জামায়াত হবে।

এতে বলা হয়, মসজিদ সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে হবে। নিজ দায়িত্বে জায়নামাজ আনতে হবে। ওজুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

আরও বলা হয়, মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন