আর্কাইভ থেকে দেশজুড়ে

রাবিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খননকৃত পুকুর থেকে মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত একটি মর্টাল শেল উদ্ধার হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাবির শহীদ শামসুজ্জোহা হল সংলগ্ন পুকুর পাড় থেকে এটি উদ্ধার করে পুলিশ। পুকুর খনন করার সময় এটি লোকজন দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টালশেলটি উদ্ধার করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সিদ্দিকুর রহমান জানান, রাবির শামসুজ্জোহা হলের পাশে মাটি খনন করতে গিয়ে স্বাধীনতাযুদ্ধে ব্যবহৃত একটি মর্টাল শেল সেখানে দেখা যায়। পরে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে খবর দিলে ঘটনাস্থলে র্যাব-৫ এর একটি দল এসে মর্টার শেলটি পর্যবেক্ষণ করে ব্যারিকেড দিয়ে রাখে।

তিনি আরও বলেন, র্যাব আমাদের জানিয়েছে যে এটি যুদ্ধের সময় ব্যবহৃত সেনাবাহিনীর একটি মর্টার শেল। তারা ধারণা করছেন, এটি নিস্ক্রিয়। তবে শেলটির নিষ্ক্রিয়তা পরীক্ষা করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট আসবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেলটি পরীক্ষা করে দেখবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন