আর্কাইভ থেকে জাতীয়

দেশেই আছেন বসুন্ধরার আনভীর: ইমিগ্রেশন পুলিশ

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ফেসবুকে গুঞ্জন উঠেছে তিনি সোমবার (২৬ এপ্রিল) রাতেই একটি বিমানে দেশ ত্যাগ করেছেন। তবে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, আনভীর দেশেই আছেন।

ইমিগ্রেশন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তাদের সিস্টেমে চেক করে দেখা গেছে সায়েম সোবহান আনভীর দেশে আছেন। 

এছাড়া ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমে বলেন,  আদালতের নিষেধাজ্ঞার পর ইমিগ্রেশনে চিঠি লিখেছি। মৌখিকভাবে তার বিদেশে যাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। সায়েম সোবহান তার বৈধ পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাননি বলেই আমাদের কাছে তথ্য রয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশান-২ এর একটি বাসা থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর, এই ঘটনায় করা মামলায় আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন আদালত।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন