আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১৫ হাজার

বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১৫ হাজারের বেশি মানুষ। নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে আট লাখ ৮৩ হাজার জনের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে আবারো একদিনে রেকর্ড মৃত্যু ও শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে অন্তত তিন হাজার ৬৪৭ জন। শনাক্ত হয়েছে তিন লাখ সাড়ে ৭৯ হাজার। ভারতের মহামারি ঠেকাতে এক মে থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার ঘোষণায় বুধবার পর্যন্ত আবেদন পড়েছে এক কোটি ৩৩ লাখ। বুধবার ১০ কোটি মার্কিন ডলার মূল্যের কোভিড চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে।

এদিকে, কিছুদিন নিম্নমুখী থাকার পর গেল ২৪ ঘণ্টায় আবারও তিন হাজারের বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে। ল্যাটিন অ্যামরিকর দেশটিতে করোনায় মোট প্রাণহানি চার লাখের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মারা গেছে এক হাজারের মতো মানুষ। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে অর্ধ লাখের বেশি।

করোনার প্রকোপ হঠাৎই বেড়ে গেছে পোল্যান্ডে। ইউরোপীয় দেশটিতে একদিনে মারা গেছে প্রায় সাড়ে ৬শ' জন।

বুধবার ৪৫০ থেকে ৫০০ এর মতো মানুষ মারা গেছে ইরান, মেক্সিকো, ইউক্রেন ও কলম্বিয়ায়। এছাড়া একদিনে তিনশ'র বেশি মৃত্যু হয়েছে ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি ও রাশিয়ায়।

বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত ছাড়িয়েছে ১৫ কোটি। মোট মারা গেছে ৩১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন