আর্কাইভ থেকে জাতীয়

স্বাস্থ্যখাতের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

দেশের সার্বিক উন্নয়ন স্বাস্থ্যখাতের উন্নয়ন ছাড়া সম্ভব নয়, আর আমরা এই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেইনি, অবহেলা করেছি। যার ফলাফল আমরা করোনায় পেয়েছি।  জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার বেলা ১১টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার প্রথম ঢেউ আমরা সামলে নিয়েছিলাম। এখনও যদি করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে আমরা সচেতন না হই তাহলে সামনে আবার করোনার তৃতীয় ঢেউ চলে আসবে। স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য আমাদের আরও বেশি অগ্রসর হওয়া দরকার। করোনা আমাদের দেখিয়েছে স্বাস্থ্যসেবা বিপর্যযয়ের ফলে মানুষের কী অবস্থা হয়।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে খুবই আন্তরিক। স্বাস্থ্যখাতে আমাদের বাজেট জিডিপির মাত্র ০.৯%। আমরা কাজ করছি এটাকে ৯/১০ শতাংশ করতে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন