আর্কাইভ থেকে বাংলাদেশ

নাটকীয়ভাবে বেড়ে গেছে অক্সিজেন সিলিন্ডার বিক্রি

পাকিস্তানে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতে অক্সিজেন সংকট দেখে জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সেই আতঙ্কের জেরে অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছে বেলুচিস্তানের জনগণ।

করোনা সংক্রমণ বাড়তেই বেলোচিস্তানে নাটকীয়ভাবে অক্সিজেন সিলিন্ডার বিক্রি বেড়ে গেছে।

ভাইরাসের ভয়ে বিশাল সংখ্যক জনগোষ্ঠী অক্সিজেন সিলিন্ডার কিনে সংরক্ষণ করছে। এ ঘটনার জেরে বেলোচিস্তানের বহু বাজারে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি দেখা দিয়েছে। বাড়তি চাহিদার কারণে অক্সিজেন সিলিন্ডারের দামও অনেকটাই বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।

বড় আকারের অক্সিজেন সিলিন্ডার ১৭ হাজার রুপি থেকে বেড়ে ২৫ হাজারে ঠেকেছে এবং ছোট আকারের অক্সিজেন সিলিন্ডার আট হাজার থেকে এক মাসের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজারে। 

সূত্র: এএনআই, ইয়াহু নিউজ

এস

এ সম্পর্কিত আরও পড়ুন