আর্কাইভ থেকে জাতীয়

শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

 আজ শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে থেকে নদীতে মাছ শিকারে দু’মাসের নিষেধাজ্ঞা উঠছে। এরফলে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন জেলেদের। অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য বিভাগের।

আজীবন যাদের নদী-নৌকা-জালের সঙ্গে গাঁটছড়া বাঁধা, দুমাসের বিচ্ছেদ তাদের কাছে বড়ই দুর্ভাবনার। তবে আশার কথা হলো, এ দু’মাসে ইলিশগুলো বেড়ে উঠেছে নিষেধাজ্ঞার কল্যাণেই। তাই জেলেদের জাল বুননের সঙ্গে চলছে মনে মনে স্বপ্ন বুনন।

শেষ সময়ের এ প্রস্তুতির আনন্দের আড়ালে কিছু পিছুটানও রয়েছে তাদের। ভোলায় নিবন্ধিত এক লাখ চল্লিশ হাজার জেলের মধ্যে গত দু’মাসে সহায়তা পেয়েছেন ৮৬ হাজার জন। চাঁদপুরেও ৪০ হাজার ৫ জন জেলের বরাদ্দ চাল ভাগ করে দেয়া হয় নিবন্ধিত ৫২ হাজারর মধ্যে।

কর্তৃপক্ষ জানান, বড় ইলিশ ধরতে পারলেও জাটকা ধরা বন্ধ থাকবে আরও এক মাস। তাই প্রশাসনের নজরদারি থাকবে সব জায়গায়।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন