আর্কাইভ থেকে ইউরোপ

ইতালিতে মিলছে করোনার ভারতীয় ধরণ

ইতালির রাজধানী রোমের একটি শহরে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের ভারতীয় ধরণ। ভাইরাস নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 

এদিকে, ৩০০-এর মতো ভারতীয় ইতালিতে প্রবেশ করে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের খুঁজছে পুলিশ। রোমের বিমানবন্দরে শুক্রবারও দিল্লি থেকে আসা আরও ২৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

ভারত থেকে আসা সবাই ইতালির ল্যাটিনা প্রদেশে কৃষি কাজ করতেন। তাদের ঠিকানা খুঁজে অভিযান চালিয়ে কাউকেই পাওয়া যায়নি।

স্থানীয় মেয়র বলেছেন, তারা সব পালিয়ে গেছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ইতালিতে প্রবেশের পর ওই অঞ্চলগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তারা আশঙ্কা করছেন, ভারতীয়দের মাধ্যমে বাংলাদেশিদের শরীরে এ ভ্যারিয়েন্ট প্রবেশ করতে পারে।

ইতোমধ্যে ভারত-বাংলাদেশের পর এবার নেপালকেও কালো তালিকাভুক্ত করেছে ইতালি সরকার।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন