আর্কাইভ থেকে জনদুর্ভোগ

প্রাইভেটকারের জটে ঢাকা

দেশে করোনার প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় ঘোষনা করা হয় লকডাউন। এসময় অফিস, গণপরিবহন, মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। পরে এতে সংশোধনী এনে করোঠ বিধিনিষেধ আরোপ করা হয়। গণপরিবহন ছাড়া অন্য ক্ষেত্রে শিথিলতা আনা হয়। এখনো বন্ধ রয়েছে গণপরিবহন। তবে রাজপথে দাপুটে চলছে ব্যক্তিগত গাড়ি, রিক্সা, সিএনজি চালিত অটো রিক্সা ও বাইক।

আজ রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় গণপরিবহন না থাকলেও অনেক বেড়েছে প্রাইভেট গাড়ি। বনানী এলাকার এমন চিত্র বলে দেয় অন্য রাস্তার কী অবস্থা।  

এ সম্পর্কিত আরও পড়ুন