আর্কাইভ থেকে আইন-বিচার

বাঁশখালীতে নিহত শ্রমিক পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

বাঁশখালীতে নিহত শ্রমিকদের পরিবারকে আপাদত ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৪ মে) এ সংক্রান্ত রিটের ভার্চুয়াল শুনানি মেষে এ আদেশ দেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে নিহত প্রত্যেক পরিবারকে তিন কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়া ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দুটি তদন্ত কমিটির রিপোর্ট ৪৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গেলো ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালালে. পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন আরও অনেকে।

এঘটনায় আদালতে আলাদা দুটি রিট করা হয়। এতে শ্রমিক নিহতের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণের নির্দেশনাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন