আফগানিস্তানে হামলায় ২৬ জন নিহত
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে সন্দেহভাজন তালেবান হামলায় নিহত হয়েছে অন্তত ২৬ জন। এদের মধ্যে ১৬ জন সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর সদস্য। বাকী ১০ জন তালেবান সদস্য। সশস্ত্র হামলায় আহত হয় কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার হামলার ঘটনা ঘটে।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ভোরে খানাবাদ জেলায় টেপা আখতার এলাকায় হামলাটি হয় বলে নিশ্চিত করেছেন প্রাদেশিক কাউন্সিল প্রধান মুহাম্মদ ইউসুফ। তিন ঘন্টার হামলায় অল্পের জন্য বেঁচে গেছে দুই নিরাপত্তা সদস্য। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গুলিবিদ্ধ সদস্যরা।
সশস্ত্র তালেবানরা এ হামলা চালিয়েছে বলা হলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এখনো কোনো বিবৃতিও দেয়নি সশস্ত্র গোষ্ঠীটি।
এসএন