খালেদা জিয়ার বিদেশ যাওয়া নির্ভর করছে সরকারের ওপর : মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সরকারের সদিচ্ছার ওপর। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (৫ মে) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল আছে। বিদেশে চিকিৎসার বিষয়টি এখনই বলা যাচ্ছে না।
এর আগে গেলো মঙ্গলবার (৪ মে) মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যকে জানিয়েছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য কোনও আবেদন করা হয়নি।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।