মাস্ক না পরার কারণে জরিমানা
গত ২৫ এপ্রিল থেকে চলমান লকডাউনের মধ্যেও দোকানপাট-মার্কেট এবং শপিংমলগুলো খোলা রয়েছে। ঈদকে সামনে রেখে ওইদিন থেকেই মার্কেট এবং শপিংমলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। যেখানে সামাজিক দূরুত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানার বিষয়টি একেবারেই অনুপস্থিত।
স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকানপাট খোলার অনুমতি থাকলেও সেটার তোয়াক্কা না করেই চলছে, রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতে ঈদ কেনাকাটার ধুম।
তাই স্বাস্থ্যবিধি মানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে রাজধানীর হাতিরপুল এলাকার ইস্টার্ন ও মোতালেব প্লাজাসহ আশপাশের দোকানগুলোতে। মাস্ক পরিধান না করা কিংবা সঠিকভাবে মাস্ক না পরার কারণে কয়েকজকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহি মেজিস্ট্রেট সঞ্জিব দাশ জানান, করোনা সংক্রমণরোধে সবাইকে সতর্ক করার জন্য রাজধানীর বিবিন্ন এলাকায় এ অভিজান অব্যাহত থাকবে।
শুভ মাহফুজ