আর্কাইভ থেকে দেশজুড়ে

গলায় ওড়না পেঁ‌চি‌য়ে কি‌শোরীর আত্মহত্যা

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে এক কি‌শোরী গলায় ওড়না পে‌ঁচি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে। নিহত ওই কিশোরীর নাম বর্ণা আক্তার বৃ‌ষ্টি  (১২)।

বুধবার সকাল ৮টায় সাদুল্যা দহবন্দ গ্রা‌মে এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উ‌লিপুর থানার অ‌ফিসার ইনচার্জ ইম‌তিয়াজ ক‌বির।

ও‌সি জানান, বুধবার সকা‌লে বা‌ড়ি‌তে কেউ না থাকার সু‌যো‌গে বর্ণা আক্তার ঘ‌রের আঁড়ার সা‌থে গলায় ওড়না পে‌ঁচি‌য়ে আত্মহত্যা ক‌রে। মর‌দেহ উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। ত‌বে কি কার‌ণে আত্মহত্যা ক‌রে‌ছে এ বিষ‌য়ে এখনও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন