আর্কাইভ থেকে বিএনপি

খালেদাকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিবারের আবেদন

ঢাকা করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন তার ভাই শামীম এস্কান্দার। 

বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টায় শামীম এস্কান্দার মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে যান। সেখানে তিনি ওই আবেদনপত্র হস্তান্তর করেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে আটটার দিকে শামীম এস্কান্দার একটি চিঠি নিয়ে এসেছিলেন।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানানোর পর রাত বারোটার দিকে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের আবেদনটি অনুমতির জন্য আইন মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বিএনপি। এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারণের পাশাপাশি গুছিয়ে আনা হয়েছে পারিবারিক অন্যান্য প্রস্তুতিও। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য নিয়োজিত চিকিৎসকেরা দফায় দফায় তার শারীরিক পরীক্ষা ও মানসিক অবস্থা নিরীক্ষা করছেন। তবে যেহেতু তিনি শর্ত সাপেক্ষে মুক্তিতে আছেন, এ কারণে সরকার অনুমতি দিলেই কেবল বিদেশে রওনা করতে পারবেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন