আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় আম গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম নেছার আলী বাবর (৩৫)। নেছার আলী ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা মৃত মোজহেরুল হকের ছেলে।

বুধবার রাত ১২টায় সদরঘাটের শাহাজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, রাত সাড়ে ১২টায় গাছ থেকে পড়ে আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন