আর্কাইভ থেকে জাতীয়

আল জাজিরার প্রতিবেদন: পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রতিবাদ

আল জাজিরায় সম্প্রচারিত প্রতিবেদনে পুলিশ সম্পর্কে তোলা অভিযোগ মনগড়া, উদ্দেশ্যমূলক ও মিথ্যা উল্লেখ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
 
এক প্রতিবাদপত্রে সংগঠনটি জানায় পুলিশ বাহিনীর মধ্যে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ।  

যেকোন অন্যায়-অপরাধের সাথে সংশ্লিষ্টতার ক্ষেত্রে বাহিনীতে শুন্য সহিষ্ণুতা নীতি মেনে চলা হয়, এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয় না।

আল জাজিরার প্রতিবেদনে পুলিশে পদায়নের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা কল্পনাপ্রসূত ও বানোয়াট বলে উল্লেখ করা হয় প্রতিবাদপত্রে।

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহলের এ ধরণের দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রচার অত্যন্ত অনাকাঙ্খিত বলেও উল্লেখ করা হয় এতে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন