বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ২৩ লাখ
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে প্রায় ১৪ হাজার জন। নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে সাড়ে চোর লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রেই মারা গেছে ৩২শ’ জনের বেশি। দেশটিতে মোট প্রাণহানি চার লাখ ৭০ হাজার। সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় দুই কোটি ৭৪ লাখ।
একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১৭শ’ মানুষের প্রাণ গেছে মেক্সিকোতে।
শুক্রবার প্রায় ১৩শ’ জন মারা গেছে ব্রাজিলে। করোনায় ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩০ হাজার। সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯৫ লাখ।
এদিন নতুন করে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রিটেনে। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ১১ হাজার।
এছাড়া প্রায় ৮শ’ জন মারা গেছে জার্মানিতে।
সাড়ে চার শ’ থেকে ছয় শতাধিক মৃত্যু দেখেছে ফ্রান্স, রাশিয়া, ইতালি।
বিশ্বে করোনাভাইরাস মহামারির বছরজুড়ে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৫৮ লাখ। মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৩ লাখ। এখন পর্যন্ত ভাইরাস থেকে সেরে ওঠেছে সাত কোটি ৭৫ লাখ মানুষ।
এসএন