আর্কাইভ থেকে জাতীয়

টিকা নিতে আজ থেকে এসএমএস পাবেন রেজিস্ট্রেশনকারীরা

দেশজুড়ে আগামীকাল রোববার (৭ জানুয়ারি) জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। টিকা পেতে শুক্রবার রাত পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখের অধিক মানুষ। প্রতি ঘণ্টায় রেজিস্ট্রেশন করছেন ১০ হাজারেরও বেশি।

যারা এই রেজিস্ট্রেশন করেছেন তারা কবে কোন সেন্টারে টিকা পাবেন তা আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদপ্তর।

এ দিন রাজধানীর গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গনমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি জেলায় ভ্যাকসিন দেওয়ার জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে। জেলা প্রশাসনকে এই বিষয়ে সব ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।

গেল ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৬ জনকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়। তার পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন