আর্কাইভ থেকে বিএনপি

খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কী না, জানানো হবে আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে আজকের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে মতামত দেয়া হবে। আর রোববার তা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হবে। জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার (৮ মে) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করা হয়েছে।

এদিকে আজ শনিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন অবস্থা ভালো আছে। আগের চেয়ে তিনি ভালো আছেন। দুপুরের পর বসবে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এরপর তার শারীরিক অবস্থা ভালোভাবে জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন