আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

করোনা শনাক্ত ১৫ কোটি ৮৩ লাখ ছাড়াল, মৃত্যু প্রায় ৩৩ লাখ

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে। আর শনাক্ত হয়েছে ১৫ কোটি ৮৯ লাখ করোনা রোগী।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ হাজার ৭২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জনে দাঁড়ালো। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৩১৩ জনের।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৭৮১ জনের। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৭১২ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরের অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জনের। মোট মৃত্যু দাাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনে। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৬৬ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৭৯০ জনের। আর মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ৪১৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ১৩৫ জন।

এর পরের অবস্থানে থাকা দেশগুলো হলো, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য,ইতালি, স্পেন ও জার্মানি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন