আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদের আগেই বাড়লো সোনার দাম, ভরি ৭১৪৪৩ টাকা

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। তা ঈদের আগেই অর্থ্যাৎ আজ সোমবার (১০ মে) থেকে কার্যকর করা হয়েছে।

আজ বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্র‌তি ভরিতে দুই হাজার ৩৩৩ বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা বিক্রি হবে। দাম বাড়ার আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ছিল ৬৯ হাজার ১০৯ টাকা, ২১ ক্যারেট ৬৫ হাজার ৯৬০ টাকা।

নতুন করে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৮ হাজার ২৯৩ টাকা, আগে ছিল ২১ ক্যারেট ৬৫ হাজার ৯৬০ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায়, আগে ছিল ১৮ ক্যারেট ৫৭ হাজার ২১২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হবে। আগে ছিল সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৬ হাজার ৮৮৯ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন