আর্কাইভ থেকে বাংলাদেশ

মমতার বিরোধী দলনেতা হলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সেই শুভেন্দু অধিকারী।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার কলকাতার হেস্টিংসে বিজেপি নেতাদের বৈঠকে শুভেন্দুকে দলনেতা নির্বাচিত করা হয়। দলের নতুন-পুরাতন বিবাদের কথা মাথায় রেখেই বিরোধী দলনেতা নির্বাচনে বসেছিল গেরুয়া শিবির।

কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিযুক্ত দলের দুই পর্যবেক্ষক, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বৈঠকে উপস্থিত ছিল। ডাকা হয় দলের নবনির্বাচিত ৭৭ জন বিধায়ককেও। সেখানেই চূড়ান্ত হয় শুভেন্দুর নাম।

বিরোধী দলনেতা নির্বাচন করতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি।

বৈঠকের পর রবিশঙ্কর জানান, বিধানসভায় দলের নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে নব নির্বাচিত বিধায়কদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছিল। শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন দলের বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। ওই নামে সমর্থন করে আরও ২২ জন বিধায়ক। বাকি বিধায়করা কোনো নাম প্রস্তাব করেনি। তাই শুভেন্দুকেই দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গেল ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেয় শুভেন্দু অধিকারী। তিনিই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী নেতা হলেন। শুভেন্দুকে এবার বলা হচ্ছে জায়ান্ট কিলার। মমতার মতো হেভিওয়েট নেত্রীকে হারিয়ে চমক দেখিয়েছেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন