কুড়িগ্রামের রৌমারীতে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের এক বাড়ি থেকে ৩ বছরের এক শিশুর বস্তা বন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওই শিশুর মরদেহ উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ। নিহত শিশু রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের জাহিদুল মাস্টারের ছেলে শাফি(৩)।
স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোক জন। তাকে না পাওয়া গেলে সন্ধ্যার দিকে মাইকিং করা হয়। পরে রাত ১০টার দিকে এলাকাবাসী শিশুটির বাড়ি থেকে ৩-৪ মিনিট দূরত্বে একটি পরিত্যাক্ত বাড়িতে প্লাস্টিকের বস্তার ভেতর নিখোঁজ ঐ শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহত শিশু শাফি(৩) এর মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনঃ খুলনায় ডাকাতের গুলিতে যুবক নিহত
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়। এখন পর্যন্ত খুনের ঘটনায় কাউকে সন্দেহ করা হয়নি বলেও জানান তিনি।
শেখ সোহান