আর্কাইভ থেকে অপরাধ

অনলাইনে জুয়া: গ্রেপ্তারকৃত চারজনের রিমান্ড

অনলাইন প্লাটফর্মে ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে ক্যাসিনো খেলার দায়ে চার জনকে গ্রেপ্তার করেছে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম। পরে তাদেরকে দশ দিনের রিমান্ড চাইলে তিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহিনুর রহমান, দীপ্ত রায় প্রান্ত , মো. গোলাম মোস্তফা ও মো. রাকিবুল হাসান।

আজ মঙ্গলবার (১১ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেক আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১০ মে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম।

শেখ সোহান

 

এ সম্পর্কিত আরও পড়ুন