আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনায় একদিনে আবারও রেকর্ড মৃত্যু

করোনাভাইরাসে প্রতিদিনের মৃত্যুতে আবার রেকর্ড গড়লো ভারত। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে প্রথমবারের মতো মারা গেছে চার হাজার ২শ জন। তবে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো সংক্রমণ শনাক্তের হার কিছুটা নিম্নমুখী ছিল। এদিন ‍করোনা মিলেছে তিন লাখ সাড়ে ৪৮ হাজারের বেশি মানুষের শরীরে।

ভারতের পরিসংখ্যান জানায়, গেল কয়েকদিনে উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গ, কেরালা, কর্নাটক, তামিল নাড়ু, গোয়া এবং পাঞ্জাবে। তবে সংক্রমণের হার কমার প্রবণতা দেখা যাচ্ছে দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, বিহার, হরিয়ানা, উত্তরাখন্ডসহ ১৮টি রাজ্যে। বড় শহরগুলোতে সংক্রমণ কমার প্রবণতা দেখা গেলেও দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে জেলা শহর ও গ্রামগুলোতে।

এই মুহূর্তে ভারতে সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা ৩৭ লাখের বেশি। শুধু গেল দু্ই সপ্তাহেই করোনায় মারা গেছে অন্তত ৫০ হাজার মানুষ। দেশটিতে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার। মোট আক্রান্ত দুই কোটি ৩৩ লাখ ৪০ হাজারের বেশি। সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে দেশটির বেশিরভাগ রাজ্যে। তেলেঙ্গানা রাজ্যে আজ থেকে ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে। 

এদিকে, গোয়ার একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাওয়ায় চার ঘণ্টায় মারা গেছে ২৬ রোগী। ঘটনা তদন্তে মুম্বাই হাইকোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। 

অন্যদিকে, করোনা মোকাবিলায় ভারতকে সহায়তায় টুগেদার ফর ইন্ডিয়া নামে একটি তহবিল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয় স্ট্রেইনটি বিশ্বের ৪৪ দেশে ছড়িয়ে পড়েছে জানিয়ে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।  

 

 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন