আর্কাইভ থেকে আইন-বিচার

রিমান্ড শেষে কারাগারে হেফাজত নেতা শাখাওয়াত

রাজধানীর পল্টন থানায় করা মামলায় রিমান্ড শেষে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ মে) ছয় দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান শাখাওয়াতকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৫ মে রিমান্ড শেষে শাখাওয়াত হোসাইন রাজীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর ২০১৩ সালের মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় তার সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ এপ্রিল মতিঝিলের দুই মামলা ও পল্টন থানার এক মামলায় গ্রেফতার দেখানোসহ দশ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন মামলায় সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন