আর্কাইভ থেকে করোনা ভাইরাস

শ্রীলঙ্কায় চলছে তিনদিনের লকডাউন

করোনাভাইরাসের বিস্তাররোধে দেশজুড়ে তিনদিনের লকডাউন দিয়েছে শ্রীলঙ্কা। এতে কঠোর বিধিমালা গ্রহণ করা হয়েছে দেশটিতে।

লঙ্কান গণমাধ্যমগুলো জানায়, দক্ষিণ এশীয় দেশটিতে সংক্রমণ শনাক্তের হার বাড়ছে প্রতিদিনই। যা গড়ে দুই হাজারের বেশি। মহামারির তৃতীয় ধাক্কা সামলাতে দ্বীপ দেশটিতে জনগণের চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে থাকা পুরোপুরি নিষিদ্ধ। খোলা রয়েছে ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলো।

করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ফাইজার, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্ম ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা সেরকার। দেশটিতে করোনায় মোট প্রাণহানি হয়েছে ৮৬৮ জনের। সংক্রমিত মানুষের সংখ্যা এক লাখ ৩২ হাজারের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন