আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১২

রমজান মাস শেষ হতে না হতেই সন্ত্রাসে ফিরলো আফগানিস্তান। শুক্রবার রাজধানী কাবুলে জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে নিহত হয়েছে ইমামসহ অন্তত ১২ জন। ঈদ উপলক্ষে তালেবানের সঙ্গে দেশটির সরকারের তিন দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি কোনো সংগঠন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার উত্তর কাবুলের সকার ডেরা নামক স্থানে জুমার নামাজ চলাকালীন মসজিদের ভেতরে বিস্ফোরণটি হয়েছে। ওই মসজিদের ভেতরে আগে থেকেই একটি শক্তিশালী বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। জুম্মা বারে প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটি ফেটে যায়। ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, বিস্ফোরণে নিহত হয়েছেন মসজিদের ইমাম মুফতি নৌমান। তবে কারা বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও বোঝা যাচ্ছে না। এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোন জঙ্গি গোষ্ঠী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন