আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে একদিনে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে আরো তিন হাজার ৮৭৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে আরো তিন লাখ ২৬ হাজার জন। বিভিন্ন রাজ্যে লকডাউন, স্বাস্থ্যবিধি ও নতুন নির্দেশনা জারি করায় প্রতিদিনের আক্রান্তের সংখ্যা নেমে এসেছে চার লাখের নিচে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ভারতের করোনা পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসাস। বিভিন্ন রাজ্যে উদ্বেগজনক হারে করোনা আক্রান্ত, হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যু বেড়ে চলেছে বলে শুক্রবার মন্তব্য করেছেন তিনি। এ সময় করোনা মহামারির প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছর আরো বেশি মারাত্মক বলে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ভারতে সহস্রাধিক অক্সিজেন কনসেনট্রেটর, ভ্রাম্যমাণ হাসপাতালের তাঁবু, মাস্ক ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু ছাড়িয়ে গেছে দুই লাখ ৬৬ হাজার। মোট সংক্রমণ শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৪৩ লাখ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন