আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে। করোনা পরিস্থিতি বিশ্বজুড়ে আরও মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কার করছি। বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস।

স্থানীয় সময় শুক্রবার করোনা নিয়ে সর্তকবার্তায় এ কথা বলেন তিনি।

টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস বলেন, মহামারি করোনাভাইরাস প্রকোপের দ্বিতীয় বছর আরও বেশি প্রাণঘাতী পথে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, কিছু দেশ শিশু ও কিশোরদের টিকা দিতে চাচ্ছে। শিশুদের টিকা দেয়ার বদলে দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলো টিকা সরবরাহ করুন।

তিনি বলেন, গেলো জানুয়ারিতে আমি সম্ভাব্য মানবিক এক বিপর্যয়ের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও, আমরা এখন সেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন