আর্কাইভ থেকে আওয়ামী লীগ

জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: কাদের

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে তবে ঈদের পরে কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধভাঙা জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সর্বাত্বক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়কালে এ আশঙ্কার কথা জানান তিনি।

বিএনপি নেতাকর্মীদের একযুগ ধরে ঈদ নেই, তাদরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাদের উপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগের জবাবে তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতনের কথা কি ভুলে গেছেন?

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি, ঈদের নামাজরত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি দাফন-কাফনের শেষ সুযোগটুকুও দেয়া হয়নি। কতটা নিষ্ঠুর আর বর্বর হলে তারা এমনটা করতে পেরেছে। সেই ইতিহাস বেশিদিন আগের নয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন