আর্কাইভ থেকে বাংলাদেশ

লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন কাল

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধি-নিষেধ আগামীকাল শেষ হবে। তবে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

শনিবার এ বিষয়ে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, করোনায় বাড়তি সতর্কতার অংশ হিসেবেই লক-ডাউন বাড়ানো হচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, সেভাবেই আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কাল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গণপরিবহন চলাচল বন্ধ থাকবে তবে দোকান-পাট শপিংমল খোলা থাকবে।

দেশে এপ্রিলের শুরুতে করোনা সংক্রমণ বেড়ে যায়। গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধি-নিষেধ দেওয়া হয়। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে তা বাড়িয়ে এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ দেয়া হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন