আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

আদালতে বিল-মেলিন্ডার বিচ্ছেদের নোটিশ নিয়ে শুনানি শুরু

যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের নোটিশ নিয়ে শুনানি শুরু হয়েছে। শুক্রবার প্রথম শুনানি হয় ওয়াশিংটন রাজ্যের সিয়াটল আদালতে।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে শুনানির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই ব্যাপক গোপনীয়তা রক্ষা করছেন বিল গেটস এবং মেলিন্ডা।

তিন মে যৌথ টুইট বার্তায় দাম্পত্য জীবনের ২৭ বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান বিল গেটস এবং মেলিন্ডা। এরপর থেকেই মাইক্রোসফট প্রতিষ্ঠাতার প্রায় ১৩০ বিলিয়ন ডলারের সম্পদ কীভাবে দুজনের মধ্যে ভাগাভাগি হবে তাই নিয়ে আলোচনা চলছে।

গণমাধ্যমের হিসেবে, বিচ্ছেদের পর সম্পদ ভাগ হয়ে গেলে ধনীদের তালিকায় ১৭ নম্বরে নেমে যাবেন বিল গেটস। আলাদা হলেও, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দুইজনেই। এটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি ফাউন্ডেশন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন