ভালোবাসা দিবসে দেখা দেবেন ভিন্ন প্রভাস
যে কোনও অ্যাকশন ছবিতে তার পাওয়ার প্যাক অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। আট থেকে আশি, অগণিত ভক্তদের ভিড় সুদূর দক্ষিণ থেকে বেড়ে ছড়িয়েছে আরব সাগরের তীরেরও। তিনি দক্ষিণী স্টার প্রভাস (Prabhas)। এবার ভালবাসার দিনে প্রভাস আসতে চলেছেন নতুন অবতারে।
‘বাহুবলি’ সিনেমার পর মুক্তি পায় প্রভাসের ‘সাহো’। দুটোতেই অ্যাকশন চরিত্রে দেখা গেছে তাকে। এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। এতে সম্পূর্ণ রোমান্টিক রূপে দেখা যাবে প্রভাসকে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রি-টিজার প্রকাশ করা হয়েছে। ছোট এই ভিডিও ক্লিপে দেখা যায়, তুষার আবৃত রাস্তায় হাঁটছেন প্রভাস। কোনো কিছুতে সম্পূর্ণভাবে মগ্ন তিনি। পাশাপাশি এতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। আর এতেই প্রেমিক হিসেবে ভিন্ন রূপে দেখা যাবে প্রভাসকে।
সিনেমাটিতে এই অভিনেতার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তবে প্রি-টিজারে তাকে দেখা যায়নি।
‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। পূজা হেগড়েকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
এস