আর্কাইভ থেকে দুর্ঘটনা

নিখোঁজের ৩৬ দিন পর পুকুরে মিলল ব্যবসায়ীর মরদেহ

পঞ্চগড়ে নিখোঁজের ৩৬ দিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের রৌশনাবাগ এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহতের নাম তরিকুল ইসলাম ওরফে ছুটুবাউ (৫৮)।
 
নিহত ছুটুবাউ পাশের মহল্লা পূর্ব ইসলামবাগের বাসিন্দা। তিনি পেশায় এক সময় চাল ব্যবসায়ী।
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তরিকুল ইসলাম ওরফে ছুটু বাউ ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে বাসা থেকে নিখোঁজ হন। তিনি বাসায় না ফেরায় গত ২ জানুয়ারি (শনিবার) পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করেন।
 
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকার আনোয়ার হোসেন নামে একজনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। শুরুতে তাকে চিনতে পারেননি তারা।
 
আরও পড়ুনঃ জি কে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে চার্জশিট
 
পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত ছুটুবাউয়ের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছেন।
 
নিহতের ভাগিনা নাজিম উদ্দীন বলেন, ‘গত ৩১ ডিসেম্বর (বৃহস্পিতিবার) রাতে মামা বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করা হয়।
 
শনিবার (৬ ফেব্রুয়ারি) লাশ উদ্ধারের কথা শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের পড়নের কাপড়, জুতা এবং পকেটে থাকা ফোন দেখে মরদেহটি আমার মামা তরিকুল ইসলামের বলে নিশ্চিত হই।
 
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করি।
 
পরে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছ।
 
এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন