ভ্রমণ শেষে ফেরার পথে বাস চাপায় কিশোর নিহত
পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপায় রিয়াদ (১৭) নামে কুয়াকাটা ফেরত এক কিশোরের নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ঝিকরহাটি এলাকায়। তার পিতার নাম আবুল হোসেন মোল্লা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, লেবুখালী ফেরিঘাট এলাকায় কুয়াকাটা থেকে একটি পর্যটক বাস বিশ্রামের জন্য রাস্তার পাশে দাঁড়ালে বাসের যাত্রী রিয়াদসহ কয়েকজন পর্যটক গাড়ি থেকে নামেন। একপর্যায়ে রাস্তা পারাপার হওয়ার সময় পেছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস রংসাইড ব্যবহার করে দ্রুতবেগে ফেরিঘাটে যাওয়ার সময় রিয়াদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর জানাজানির আগেই ঘাতক বাসটি ফেরি পার হয়ে চলে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পরিবারের আবেদন ও জেলা প্রশাসকের অনুমতির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে সারাদেশে টিকা কার্যক্রম শুরু
শুভ মাহফুজ