আগামীকাল রোববার সকাল ৯টা থেকে জাতীয়ভাবে দেশের ১ হাজারের বেশি হাসপাতালে করোনাভাইরাসের টিকা কর্যক্রম শুরু হবে। প্রথম দিনই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রথম ডোজ দেয়ার ৪ সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ । ৩ লাখ ২৮ হাজার ১৩ জন রেজিস্ট্রেশন করেছেন।
আরও পড়ুনঃ ৩ লাখ ২৮ হাজার জনের টিকা নিতে নিবন্ধন
শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। যারা আগামীকাল রোববার টিকা নেবেন, তাদের কাছে আজ বিকেলের মধ্যে মুঠোফোনে এসএমএস যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জানা যায়, প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। সরকারের হাতে এখনও ৭০ লাখ টিকা আছে।
এরইমধ্যে যারা টিকার জন্য নিবন্ধন করেছেন, তাদের নাম দেশের সব টিকাকেন্দ্রে পৌঁছে গেছে। কেন্দ্র থেকে কোন দিন কারা টিকা নেবেন, সেটা নির্ধারণ করা হবে। এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
রাইদুল শুভ