বিনোদন

বিয়ে নয়, জীবন নিয়ে নতুন কিছু ভাবছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢালিউড থেকে টালিউড দুই দিকেই দারুণ সফল ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন। তবে সিনেমার বাইরে, প্রায়ই তার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায়। অবশেষে এই গুঞ্জনের জবাব দিলেন ফারিয়া।

রোববার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে এক পোস্টে ঢালিউড অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে আপাতত তার কোনো চিন্তা নেই। 

পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনটা যদি সোশ্যাল মিডিয়ার মতো সহজ হতো, ভালোই হতো। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাই আমার জন্য আপাতত পাত্র খুঁজতে হবে না। কয়েকদিন পর পর বিয়ে নিয়ে মাতামাতি হয়, যা বেশ মজার লাগে। তবে আমি এখন কাজ আর পড়াশোনায় মন দিতে চাই। এর জন্য দোয়া করবেন’।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। দীর্ঘ ১০ বছরের প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন। কিন্তু এক বছরের মধ্যেই সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে তিনি সিঙ্গেল জীবনযাপন করছেন এবং গেলো দুই বছরে নতুন কোনো সম্পর্কে জড়াননি।

বর্তমানে ফারিয়া পুরোপুরি কাজ এবং পড়াশোনায় মনোযোগী। সিনেমার শুটিংয়ের পাশাপাশি উচ্চশিক্ষার দিকে নজর দিচ্ছেন। জীবনের এই পর্যায়ে বিয়ে নয়, নিজের পেশাগত ও ব্যক্তিগত উন্নতিই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন নুসরাত ফারিয়া