বিনোদন

নুসরাত ফারিয়ার রিলস ভিডিওতে ঝলমলে রূপ, নেটিজেনদের মুগ্ধতা!

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।  সম্প্রতি তার শেয়ার করা ২৪ সেকেন্ডের রিলস ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিওতে সোনালী রঙের ঝলমলে পোশাক, কার্লি চুল এবং গভীর চোখের চাহনিতে ফারিয়া সত্যিই ঝলমলিয়ে উঠেছেন।  তার হাতে গোলাপ ফুল যেন তার রূপে নতুন মাত্রা যোগ করেছে। 

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমকে ছড়িয়ে পড়ে এবং ফারিয়ার সৌন্দর্য নিয়ে প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

নেটিজেনরা তাকে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গেও তুলনা করেছেন। 

এছাড়া জসীম হক নামের এক ভক্ত তাকে রানী বা সুন্দরী হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন ‘তোমার রূপে মুগ্ধ হয়ে মন ভালো হয়ে যায়’।

নুসরাত ফারিয়া তার ক্যারিয়ার একজন আরজে হিসেবে শুরু করেছিলেন।  তবে ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নুসরাত ফারিয়া #সামাজিক যোগাযোগ মাধ্যম