আন্তর্জাতিক

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি হুশিয়ারি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেয়া হবে। আজ (২৩ জুন) সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপের মাধ্যমে তিনি এই হুশিয়ারি জানান। 

মেজর জেনারেল হাতামি বলেন, ইরানের ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে, তখনই তারা কঠিন জবাব পেয়েছে।

দৃঢ়তার সঙ্গে তিনি আরও বলেন, আমরা শান্তির জন্য যুদ্ধ করব। আমাদের অনেক শহীদ হয়েছে। কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আপনারা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিত থাকবেন।

জেনারেল হাতামি ইরানের অন্যতম জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। এক কয়েকদিন আগে তাকে এই পদে নিযুক্ত করা হয়। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরানের সামরিক নেতৃত্বে পদ শূন্য হয়। সেসব পদে স্থলাভিষিক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাতামি একজন। 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #পারমাণবিক স্থাপনা