আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের সমালোচনা করলেন ইসরাইলি প্রতিনিধি

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে স্বাগত জানিয়ে ইসরাইলের জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেছেন, “ইরানের সরকার পরিবর্তন ইরানের জনগণের সিদ্ধান্ত। আমি প্রার্থনা করি ইরানের জনগণের জন্য ভলো পরিবর্তন আসুক। সেটা আমাদের সিদ্ধান্ত নয়।”

তিনি সতর্ক করেছেন, “ভবিষ্যতে ইসরাইলের উপর যে কোনও আক্রমণ ‘প্রচণ্ড ও ন্যায়সঙ্গত বলপ্রয়োগে’ মোকাবিলা করা হবে। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাব।”

ইরানে আমেরিকার আক্রমণের দিনটিকে “ঐতিহাসিক”  আখ্যা দিয়ে ড্যানন বলেন, এই হামলা বিশ্বকে আরও নিরাপদ করেছে।  এটি এক “উগ্র শাসনের” বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি বিষয়ে কিছু না বলায় জাতিসংঘ মহাসচিবের সমালোচনা করেন তিনি। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান #যুক্তরাষ্ট্র