বিনোদন

যে যুক্তিতে জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক

ঢালিউড-টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে  শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করে ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, মামলায় যে ঘটনার কথা বলা হয়েছে, সেই সময় নুসরাত দেশে ছিলেন না। পেশাগত কাজে তিনি কানাডায় ছিলেন। ১৪ আগস্ট দেশে ফেরেন এবং তার প্রমাণপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।  কাগজপত্র আদালতে জমা দেওয়ার পর  বিচারক জামিন মঞ্জুর করেন।

নুসরাত ফারিয়ার আইনজীবী বলেন, আমরা নুসরাত ফারিয়ার জামিন চেয়ে স্পেশাল পুটআপ জমা দিয়েছিলাম। আদালত শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন। আমরা এখন জামিননামা দাখিল করব। প্রত্যাশা করছি, তিনি আজই কারামুক্ত হতে পারবেন।

এর আগে, গেলো সোমবার(১৯ মে) অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।  ওইসময় আদালত আরও জানান, জামিনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ২২ মে। পরে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নুসরাতকে গ্রেপ্তারের পরই বেশ কয়েকটি রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের ‘সমালোচনা আর বিতর্ক ঝড়’ শুরু হয়।  খোদ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী  নুসরাতকে গ্রেপ্তারের ঘটনা শিল্পী সমাজের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমারতো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তর বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।’

সোমবার এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংস্কৃতি উপদেষ্টা কী বলেছেন জানি না। তিনি যা বলেছেন সেটি তার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে। নুসরাতের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে বলেও তিনি জানান।

গেলো রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।  পরবর্তীতে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গেলো বছর বৈষম্যবিরোধি আন্দোলনের সময় রাজধানীর ভাটারায় গুলিবিদ্ধ হয়েছিলেন এক এনামুল হক নামে এক ব্যক্তি। এঘটনায় গেল ৩ মে  রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামালসহ অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামও রয়েছে। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #নুসরাত ফারিয়া #জামিন