দেশজুড়ে

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, পোড়া মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

আড়াই ঘণ্টা চেষ্টার পরে গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ক্যামিকেল গোডাউন থেকে একজনের পোড়া মরদেহ নিহত হয়েছেন। তবে নিহতের পরিচ্য নিশ্চিত করা যায়নি।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন

তিনি জানান,  দুপুর ১টা ৪০মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর জানানো হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়।

সবমিলিয়ে মোট সাত ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে বিস্ফোরণ হচ্ছিল।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থলে আসার আগে দুই-তিনজনের আহতের খবর পেয়েছেন। ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছেনদেখে মনে হচ্ছে মরদেহটি পুরুষ মানুষের

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুর