আর্কাইভ থেকে জাতীয়

বৃহস্পতিবার জামিন পাবেন রোজিনা, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন বৃহস্পতিবার হয়ে যাবে।রোজিনা ইসলাম যাতে কারাগারে ভালোভাবে থাকতে পারেন সে ব্যবস্থাও করছি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন।

ফরিদা ইয়াসমিন বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। আমরা তাকে জানিয়েছি যে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনাকে ছয় ঘণ্টা আটকে রাখা হয়েছে। তাকে নানাভাবে অপদস্ত করা হয়েছে। আমরা  বিচার চেয়েছি, এ ধরনের হেনস্তা করার অধিকার কারও নেই। রোজিনার জামিনের বিষয়ে বলেছি যেন জামিন হয়। সবচেয়ে বড় কথা হলো তিনি অসুস্থ, তাকে সুচিকিৎসার ব্যবস্থার বিষয়ে বলেছি।

ফরিদা ইয়াসমিন আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু মামলা করেছে রোজিনা ইসলাম কী অপরাধ করেছে সেটি আদালত দেখবে। কিন্তু তারা যে হেনস্তা করেছে সেটি করতে পারে কি-না তা তদন্ত করে দেখারও দাবি জানিয়েছি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, আমরা জানতে পেরেছি, রোজিনা ইসলামকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করেছি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন