আর্কাইভ থেকে জাতীয়

সরকারের রোষানল থেকে আজ সাংবাদিকরাও নিরাপদ নন: নুর

সরকারের রোষানল থেকে আজ সাংবাদিকরাও নিরাপদ নন। বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

নুর বলেন, ভয় দেখিয়ে সরকার সাংবাদিকদের কণ্ঠরোাধ করতে চায়। একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হেনস্তা করার মানে হলো অন্য সাংবাদিকরাও যাতে মুখ বন্ধ করে রাখে। সাংবাদিকরা চুপ থাকলেই সরকারের জন্য সুবিধা হয়।

নুর বলেন, আমরা দেখেছি প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীরা কিভাবে হেনস্তা করেছে। এটি সরকারের অনিয়ম-দুর্নীতির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

নুর বলেন, রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমরা সাংবাদিক রোজিনার মুক্তির দাবি জানাচ্ছি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন