আর্কাইভ থেকে দুর্ঘটনা

সারাদেশে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

সারাদেশে বিভিন্ন জায়গায় বজ্রপাতে নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নেত্রকোনার আটজন, ফরিদপুরে চারজন, মানিকগঞ্জে দুইজন, কিশোরগঞ্জের একজন, সুনামগঞ্জের একজন ও ময়মনসিংহের একজন রয়েছেন।

নেত্রকোনার বিভিন্ন এলাকায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- মো. বায়েজিদ মিয়া (৪২), মো. ফজলুর রহমান (৫৫), কৃষক অছেক মিয়া (৩২), কৃষক বিপুল মিয়া (২৮), হাফেজ মো. শরীফ ( ১৮) মাওলানা আতাবুর রহমান (১৯)।

ফরিদপুরে মারা গেছে নারীসহ চারজন। 

নিহতরা হলেন- আনোয়ারা বেগম (৪৫), কৃষক কবির মোল্লা (৪৮), কৃষক দুলাল খান (৫৮), কৃষক কবির শেখ (৪০)

মানিকগঞ্জে বজ্রপাতে দুইজন মারা গেছেন।

নিহতরা হলেন- আমহদ আলী (৫০), আসিফ (১৬)।

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে মো. আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন।

ময়মনসিংহের তারাকান্দায় ফুটবল খেলার সময় বজ্রপাতে আতিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন