আর্কাইভ থেকে বাংলাদেশ

রোজিনার মামলায় তদন্তের স্বার্থে যা দরকার সবই করা হবে: ডিবি

সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে। বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

বৃহস্পতিবার সকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রালয় থেকে করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে আজ ভার্চুয়ালি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি হবে ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে আটকে রাখা হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন