আর্কাইভ থেকে ফুটবল

ইউরো ধরে রাখার মিশনে পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

অবশেষে সমাপ্তি হলো অপেক্ষার। ইউরোর শিরোপা ধরে রাখার লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্ব দিয়ে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলেন কোচ ফার্নান্দো সান্তোস। 

এবারের ঘোষিত দলে তেমন বড় চমক নেই। প্রত্যাশামাফিক দলে ফিরেছেন উইলিয়াম কারভালহো। স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন পেড্রো গঞ্জালভেজ।

সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফুটবল উপহার দেয়ায় দলে আছেন গঞ্জালো গেদেস। ভালো ফর্মে থাকলেও এবারের ইউরো মিশনে থাকা হচ্ছে না রিকার্ডো পেরেইরা ও ডমিনগোস দুয়ার্তের।

ইউরো মিশনে পর্তুগালের চুড়ান্ত দলটি নিম্নরূপ
 
গোলরক্ষক
এন্থনী লোপেজ, রুই প্যাট্রিসিও, রুই সিলভা

রক্ষণভাগ
জোয়াও ক্যানসেলো, নেলসন সেমেডো, হোসে ফন্টে, রুবেন ডিয়াজ, পেপে, নুনো মেন্ডেজ, রাফায়েল গেরেরো

মধ্যমাঠ
দানিলো পেরেইরা, জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মোতিনহো, রেনাতো সানচেজ, সার্জিও অলিভিয়েরা, উইলিয়াম কারভালহো

আক্রমনভাগ
পেড্রো গঞ্জালভেজ, আন্দ্রে সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, দিয়েগো জোতা, গঞ্জালো গেদেস, জোয়াও ফেলিক্স, রাফা সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো

এস

এ সম্পর্কিত আরও পড়ুন